নিজস্ব সংবাদদাতাঃ তামিলনাড়ুর কুন্নুরে হেলিকপ্টার ভেঙে মৃত্যু হল দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জেনারেল রাওয়াতের স্ত্রী মধুলিকারও। কপ্টারের ১৪ জন যাত্রীর মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়েছে। তাঁদেরই একজন হাবিলদার সৎপাল রাই। তিনি দার্জিলিঙের তাকদার বাসিন্দা। হাবিলদার সতপাল রাই ছিলেন CDS জেনারেল বিপিন রাওয়াতের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী। তাঁর এক ছেলে সেনাবাহিনীতে কর্মরত। গোর্খা রাইফেলসের হাবিলদার পদে কর্মরত ছিলেন তিনি। বুধবার রাতের দিকে সতপালের মৃত্যুর খবর পৌঁছায় দার্জিলিঙের বাড়িতে। শোকের ছায়া নেমেছে গোটা পরিবারে। ট্যুইট করে শোকপ্রকাশ করেছেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা।