সেনাবিমানে আনা হবে সস্ত্রীক রাওয়াতের দেহ

author-image
Harmeet
New Update
সেনাবিমানে আনা হবে সস্ত্রীক রাওয়াতের দেহ

নিজস্ব সংবাদদাতাঃ সরকারি সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলের মধ্যেই সেনাবাহিনীর বিশেষ বিমানে জেনারেল বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রীর দেহ দিল্লিতে ফিরিয়ে আনা হবে। তাঁর বাড়িতেই কফিনবন্দি দেহ শায়িত থাকবে। আগামিকাল, শুক্রবার দিল্লির ক্যান্টনমেন্টে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।গতকাল এই হেলিকপ্টার দুর্ঘটনায় রক্ষা পেয়েছিলেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং বুধবার অভিশপ্ত এম-১৭ ভি৫ হেলিকপ্টারে প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত সহ ১৪ জন যাত্রীর মধ্যে তিনিও ছিলেন। বাকি সকলের মৃত্যু হলেও, একমাত্র তিনিই বেঁচে যান। বর্তমানে কোয়েম্বাটোরের ওয়েলিংটনের সেনা হাসপাতালেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। তাঁর দেহের অনেকটা অংশই পুড়ে গিয়েছে, হেলিকপ্টার ভেঙে পড়ার অভিঘাতে গুরুতর আহতও হয়েছেন তিনি। রাজ্য সরকারের তরফে তাঁর সেরা চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থাও করা হচ্ছে। তবে বায়ু সেনা যদি তাঁকে স্থানান্তরিত করতে চায়, সেই ব্যবস্থাও রাখা হয়েছে।