হেলিকপ্টার দুর্ঘটনা কান্ডে শোকের ছায়া মধ্যপ্রদেশে

author-image
Harmeet
New Update
হেলিকপ্টার দুর্ঘটনা কান্ডে শোকের ছায়া মধ্যপ্রদেশে

নিজস্ব সংবাদদাতাঃ আগের দিন ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনায়, ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) বিপিন রাওয়াত, তার স্ত্রী মধুলিকা রাওয়াত এবং অন্য 11 জন তামিলনাড়ুর কুনুরের কাছে একটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান। মধ্যপ্রদেশের শাহদল জেলার সোহাগপুরে শোক একটু বেশিই। কারণ, এখানকার রাজপরিবারের মেয়ে ছিলেন মধুলিকা। তাঁর বাবার নাম কুঁয়ার মৃগেন্দ্র সিংহ। দুর্ঘটনার খবর পেয়েই মধুলিকার ভাই যশবর্ধন সিংহ ভোপাল থেকে দিল্লি গিয়েছেন। গত বছরের ১ জানুয়ারি চিফ অফ ডিফেন্স স্টাফ নির্বাচিত হন জেনারেল বিপিন রাওয়াত। তাঁর স্ত্রী সেনাবাহিনীতে কর্মরত আধিকারিকদের স্ত্রীদের কল্যাণে গঠিত সংগঠনের সভানেত্রী ছিলেন। এই সংগঠন সেনা আধিকারিকদের স্ত্রী, সন্তান এবং সেনা আধিকারিকদের উপর নির্ভরশীল ব্যক্তিদের কল্যাণের জন্য কাজ করে।