নিজস্ব সংবাদদাতাঃ বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী সহ বাকি ১১ জন সেনাকর্মী যে হেলিকপ্টারে করে ভ্রমণে বেরিয়েছিলেন সেই হেলিকপ্টারটি রাশিয়ান এমআই-17V5 যা পৃথিবীর অন্যতম অত্যাধুনিক হেলিকপ্টার। এই হেলিকপ্টারটি তামিলনাড়ুর নীলগিরিসে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। সিয়াচেন ও জম্মুকাশ্মীরে কর্মরত প্রাক্তন সিনিয়র বিমানচালক ব্রিগেডিয়ার অশ্বানি কুমার এএনএম-এর একান্ত সাক্ষাৎকারে জানান ফ্লাইং মেশিনটি অত্যাধুনিক ও স্বয়ংক্রিয় ছিল। কিন্তু এমন ভিভিআইপি ফ্লাইট ছাড়ার আগে সেই ফ্লাইটটিকে বারবার পরীক্ষা করা হয়। কিন্তু প্রশ্ন উঠছে কীভাবে এমন অত্যাধুনিক উন্নত হেলিকপ্টারে আগুন লাগতে পারে? যান্ত্রিক গোলযোগের কারণে নাকি আবহাওয়ার কারণে এমন দুর্ঘটনা? অশ্বানি কুমার বলেন, "এমন উন্নত হেলিকপ্টারে যান্ত্রিক গোলযোগের কারণে আগুনও লাগতে পারে। আবার এটি আবহাওয়ার কারণেও ঘটতে পারে।"