কপ্টার দুর্ঘটনায় তদন্তের নির্দেশ বায়ুসেনার

author-image
Harmeet
New Update
কপ্টার দুর্ঘটনায় তদন্তের নির্দেশ বায়ুসেনার

নিজস্ব সংবাদদাতাঃ তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়ল বায়ুসেনার এমআই-17 কপ্টার। কুন্নুরে বায়ুসেনার কপ্টার দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু, জখম ১ জন। দিল্লি থেকে সুলুর হয়ে ওয়েলিংটন যাওয়ার পথে কপ্টার দুর্ঘটনা ঘটে। সস্ত্রীক চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতকে নিয়ে তামিলনাড়ুর কুন্নুরে নীলগিরি পাহাড়ে ভেঙে পড়ল বায়ুসেনার Mi-17 কপ্টার। এই দুর্ঘটনায় কপ্টারে থাকা ১৪ জনের মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়েছে। গুরুতর জখম গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ। ওয়েলিংটনের সেনা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। বেলা ১২.২০ বিপিন রাওয়াতকে নিয়ে ভেঙে পড়ে বায়ুসেনার কপ্টার। কপ্টার দুর্ঘটনায় তদন্তের নির্দেশ বায়ুসেনার।পাশাপাশি সিডিএস জেনারেল রাওয়াত সহ ১৩ জনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরবণে সহ উচ্চপদস্থ সেনা আধিকারিকরা।