এর আগেও দুর্ঘটনার কবলে পড়েছিলেন বিপিন রাওয়াত

author-image
Harmeet
New Update
এর আগেও দুর্ঘটনার কবলে পড়েছিলেন বিপিন রাওয়াত

নিজস্ব সংবাদদাতাঃ এই প্রথম নয়, এর আগেও দুর্ঘটনার কবলে পড়েছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। ৬ বছর আগেও একইরকম হেলিকপ্টার-দুর্ঘটনার মুখে পড়েছিলেন বিপিন রাওয়াত। সেই সময় লেফটেন্যান্ট জেনারেল ছিলেন বিপিন রাওয়াত। ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় দুর্ঘটনা ঘটে। বিপিন রাওয়াত ছাড়াও অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন দুই পাইলট এবং এক কর্নেল। ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারির ঘটনা। ছয় বছর আগের সেই দুর্ঘটনাটি ঘটেছিল নাগাল্যান্ডের ডিমাপুরে। সেবার চিতা হেলিকপ্টার ভেঙে পড়েছিল।আজ ফের দুর্ঘটনার কবলে পড়ে বিপিন রাওয়াতের হেলিকপ্টার।আজকের এই দুর্ঘটনায় প্রয়াত বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত।

সূত্রের খবর বুধবার বেলা ১২.২০ মিনিটে দেশের চিফ অফ ডিফেন্স স্টাফজেনারেল বিপিন রাওয়াতকে নিয়ে ভেঙে পড়ে বায়ুসেনার কপ্টার। ভারতীয় সেনার এলিট শিক্ষা প্রতিষ্ঠান- ডিফেন্স স্টাফ কলেজ। বুধবার সেখানেই একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বিপিন রাওয়াত। ঘটনাস্থলে পৌঁছনোর ৫ মিনিটি আগেই এই দুর্ঘটনা ঘটে।কপ্টারে থাকা ১৪ জন যাত্রীর মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়েছে, মৃতদের তালিকায় রয়েছে জেনারেল বিপিন রাওয়াত এবং তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত এর নামও।প্রত্যক্ষদর্শীর জানিয়েছেন, ভেঙে পড়ার পর বায়ুসেনার হেলিকপ্টারে আগুন লেগে যায়। কপ্টার দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে বায়ুসেনা।