নিজস্ব সংবাদদাতাঃ মালদহের প্রশাসনিক বৈঠকে তৃণমূল বিধায়ক ও পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলার বিভিন্ন এলাকার খবরাখবর নিচ্ছিলেন তিনি। হঠাৎই মুঠো ফোনে চোখ যেতে কপাল কুঞ্চিত হল তাঁর। তার পর ছন্দপতন। কিছুক্ষণ পরেই প্রশাসনিক বৈঠক তড়িঘড়ি শেষ করে উঠে গেলেন মুখ্যমন্ত্রী। তামিলনাড়ুতে সেনা চপার ভেঙে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছেন দেশের সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত। সেই খবর প্রশাসনিক বৈঠকে বসেই পান মুখ্যমন্ত্রী। তার পরই মাঝপথেই প্রশাসনিক বৈঠক শেষ করে উঠে গেলেন মমতা।