নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের নেলসন ম্যান্ডেলার সহযোদ্ধা ইব্রাহিম ইসমাইল ৮৪ বছর বয়সে প্রয়াত হলেন। দেশটির শাসক দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) সোমবার এক বিবৃতি এ নেতার মৃত্যুর খবর জানিয়েছে। বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়াই করা এই সংগ্রামীর নাম দেশটির সবার কাছে অতিপরিচিত। গান্ধীর ভাবধারায় অনুপ্রাণিত ভারতীয় বংশোদ্ভূত এই সংগ্রামী মাত্র ১৩ বছর বয়সে স্বাধীনতাযুদ্ধে অংশ নেন।