দিগ্বিজয় মাহালী,শালবনি, ধানের শীষে অসাধারণ শিল্পকর্ম আর তাতেই প্রশংসা কুড়িয়েছেন ভাদুতলার শিল্পী জয়ন্ত দাস। ধানের শীষ দিয়ে তৈরি শিল্পকর্ম পাড়ি দিচ্ছে ভিন জেলায়।শালবনি ভাদুতলা বাসিন্দা জয়ন্ত দাস তিনি পেশায় একজন ব্যবসায়ী হলেও তিনি সাধারণ মানুষের কাছে বাউল শিল্পী হিসাবে বেশি পরিচিত। ধানের শীষ দিয়ে তিনি খুব সুন্দর ঘরবাড়ি সাজানোর বিভিন্ন রকমের জিনিস তৈরি করেন।লক্ষীছাড়া , ঝাড়বাতি , বিভিন্ন ধরনের মন্দির প্রভৃতি তৈরী করে ফেলেছেন এই ধানের শিষ দিয়েই।
জিনিসগুলোর দাম রেখেছেন ক্রেতাদের সাধ্যের মধ্যে। জয়ন্ত বাবুর শিল্পকর্মের কদর বেড়েছে বিভিন্ন জেলায়। তবে তিনি শুধু ব্যবসার জন্য জিনিসগুলি তৈরি করছেন এমন নয় প্রিয়জন বন্ধু-বান্ধবদের উপহার হিসাবে ভালোবেসে দিয়েছেন।জয়ন্ত বাবুর কথায় একটা বড় ঝাড়বাতি তৈরি করতে সপ্তাহখানেক সময় লাগে আর আমন ধানের শীষ দিয়ে একমাত্র এগুলি করা সম্ভব। অন্য ধানের শিষ দিয়ে করলে অল্প কয়েকদিনের মধ্যে ধান ঝরে পড়ে যায়। আমন ধানের শীষ হলে পাঁচ বছর বাড়িতে অক্ষত থাকবে। এই শিল্পকর্ম শুধু খেয়াল রাখতে হবে পাখি বা ইদুর গুলো যাতে ধানগুলো না খেয়ে নেয়। শিল্পী-স্ত্রী ছেলে-মেয়ে নিয়ে তার ছোট্ট একটি সংসার।ধানের শীষ দিয়ে জিনিস তৈরি করে বাজিমাত করেছেন জঙ্গলমহলের এই শিল্পী জয়ন্ত দাস।