নিজস্ব সংবাদদাতা : নাগাল্যান্ডে গুলি চালানোর ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে চলেছে তৃণমূলের প্রতিনিধি দল। সেই দলে থাকবেন আটজন সাংসদ। বুধবার বিকেল পৌনে ৪টে নাগাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করার কথা রয়েছে সংসদ ভবনের ৮ নম্বর ঘরে।