ভারত এখন এক ‘চরম অসাম্যের দেশ’

author-image
Harmeet
New Update
ভারত এখন এক ‘চরম অসাম্যের দেশ’

নিজস্ব সংবাদদাতাঃ ‘দরিদ্র’ তো বটেই। ভারত এখন এক ‘চরম অসাম্যের দেশ’ও। আজ ‘বিশ্ব অসাম্য রিপোর্ট’ জানাল, ভারতের নিচের সারির অর্ধেক মানুষের হাতে দেশের সম্পদের প্রায় কিছুই নেই। অথচ ধনীরা অত্যন্ত ধনী। ২০২১-এ ভারতের মোট আয়ের পাঁচ ভাগের এক ভাগই গেছে দেশের ওপরের সারির এক শতাংশ মানুষের হাতে। অথচ নিচু তলার ৫০ শতাংশ মানুষকে দেশের মোট আয়ের মাত্র ১৩ শতাংশ নিয়েই দিন গুজরান করতে হয়েছে।