নিজস্ব সংবাদদাতাঃ আগামী বছরের শুরুতেই আসতে চলেছে রিয়েলমির এই নতুন ফ্ল্যাগশিপ। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই ফোনের লিস্টিং হয়ে গিয়েছে বেশ কয়েকটি জায়গায়।টেক সাইটের রিপোর্ট বলছে নতুন Realme GT 2 Pro-এর দাম হবে ভারতীয় মুদ্রায় প্রায 46,500 টাকা। ২০২২ সালের প্রথমেই চিনে প্রকাশ্যে আসবে এই ফোন। সম্প্রতি টেক সাইটে প্রকাশিত হয়েছে ফোনের কিছু গোপন তথ্য।