নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতিই প্রিয়ঙ্কা গান্ধী অভিযোগ করেছিলেন, অখিলেশ যাদব জাত-পাতের ভেদাভেদ করে এক অপরাধীদের সরকার পরিচালন করছিলেন। এদিন ফের অখিলেশ যাদব ও মায়াবতীর বিরুদ্ধে “জাতপাত ও ধর্মের রাজনীতি” করার অভিযোগ আনেন প্রিয়ঙ্কা। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করতে গিয়ে বিজনৌরের ১৯ বছরের যুবকের মৃত্যুর প্রসঙ্গ টেনে প্রিয়ঙ্কা বলেন, “আমি জানতে চাই অখিলেশজী কি ওদের বাড়িতে গিয়েছিলেন? সোনভদ্রে ১৩ জন আদীবাসী মারা গিয়েছেন, অখিলেশজী গিয়েছেন সেখানে? উন্নাও ও হাথরসে যে নারী নির্যাতনের ঘটনা ঘটল, তারপরও কি অখিলেশজী গিয়েছিলেন? কিংবা লখিমপুর খেরিতে যেখানে এতজনের মৃত্যু হল, অখিলেশজী কি সেখানেও গিয়েছিলেন? শুধুমাত্র নির্বাচনের সময়ই কেন উনি ঘুরে বেড়ান এবং ওনার দল জীবন্ত হয়ে ওঠে?” এদিন অখিলেশের কটাক্ষের জবাব দেন প্রিয়াঙ্কা।