কুয়াশায় ঢাকল বিমানবন্দর

author-image
Harmeet
New Update
কুয়াশায় ঢাকল বিমানবন্দর

নিজস্ব সংবাদদাতাঃ গত কয়েকদিন ধরে একটু একটু করে কুয়াশা বাড়ছে। শীত পড়ার পর থেকে আজ প্রথমবার ঘন কুয়াশায় ঢাকল শহর। বুধবার সকালে শহরের বেশির ভাগ অংশের দৃশ্যমানতা অনেকটাই কমে যায়। রাস্তায় যান চলাচলের গতি যেমন শ্লথ হয়ে যায়, অন্যদিকে প্রভাব পড়ে বিমান চলাচলেও। এদিন সকালে বেশ কয়েকটি বিমান দেরিতে উড়েছে বলে জানানো হয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে। কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, এদিন সকাল ৬ টায় দৃশ্যমানতা কমে হয় ১০০ মিটার। তাঁর ফলে অনেক বিমান ওই সময়ে ওড়ানো সম্ভব হয়নি। কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকা এদিন কুয়াশায় ঢেকে গিয়েছিল। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে,  কলকাতার আকাশ মেঘলা থাকবে সারাদিন। সকালের দিকে ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা সরে যাবে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৯৮ শতাংশ। কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই।