সরকারের বিরুদ্ধে একজোট রাজ্যসভার বিরোধী সাংসদরা

author-image
Harmeet
New Update
সরকারের বিরুদ্ধে একজোট রাজ্যসভার বিরোধী সাংসদরা

নিজস্ব সংবাদদাতাঃ বরখাস্ত হওয়া ১২ জন রাজ্যসভার সাংসদদের পাশে এবার দাঁড়াবেন ১২০ জন বিরোধী দলের সাংসদ। বুধবার সংসদ চত্বরে গান্ধী মূর্তির সামনে ধর্ণায় যোগ দেবেন বিরোধী দলগুলির সাংসদরা, এমনটাই জানা গিয়েছে। রাজ্যসভার অধ্যক্ষ বেঙ্কাইয়া নাইডু যতক্ষণ না এই শাস্তি প্রত্যাহার করছেন, ততক্ষণ ধর্ণা জারি থাকবে বলেই জানিয়েছে বিরোধীরা। বিশৃঙ্খলা সৃষ্টির জন্য শীতকালীন অধিবেশনের শুরুতেই শাস্তি পেয়েছেন রাজ্যসভার ১২ সাংসদ। সংসদ ও অধ্যক্ষকে অবমাননা করার অপরাধে শীতকালীন অধিবেশন শুরু হতেই তাঁদের গোটা অধিবেশনের জন্য বরখাস্ত বা সাসপেন্ড করেন রাজ্যসভার অধ্যক্ষ বেঙ্কাইয়া নাইডু। বরখাস্ত হওয়া সাংসদদের মধ্যে তৃণমূল কংগ্রেসের দোলা সেন, শান্তা ছেত্রী ও শান্তনু সেনও রয়েছেন। তৃণমূলের দুই সাংসদই প্রথম গান্ধীমূর্তির সামনে ধর্ণায় বসেন। এবার তাঁদের সমর্থন জানাবেন বাকি বিরোধী দলগুলির সাংসদরাও।