নিজস্ব সংবাদদাতাঃ ওজন কমানোর জন্য দ্রুত পানীয় পান করার খোঁজ করছেন কী? যদি তেমনই কিছু খুঁজে থাকেন, তাহলে এই সুস্বাদু কফির রেসিপি ট্রাই করতে পারেন। অত্যন্ত সহজ উপায়ে এই কফি তৈরি করতে পারেন। কারণ কয়েক মিনিটের মধ্য়েই তৈরি করা যাবে এই ওয়েটলস কফি। শরীরকে সুস্থ ও ফিট রাখতে এই পানীয় তৈরি করতে কী কী উপকরণ লাগবে, তা জেনে নিন একনজরে…
১ চামচ কফি, ২ কাপ জল, ১ চামচ মধু, ২ টেবিলস্পুন লেমন জুস, ১ ইঞ্চি দারচিনি।
কীভাবে করবেনঃ
উপকারী এই কফি তৈরি করতে প্রথমে একটি প্যানে ২ কাপ জল গরম করতে দিন। তাতে দারচিনির স্টিক দিয়ে দিন। জল বেশ কিছুটা ফুটে গেলে তাতে এক চামচ কফি পাউডার দিন। এরপর কপি ফুটে গেলে তাতে লেবুর রস ও এক চামচ মধু দিয়ে দিতে হবে। অল্প ফুটিয়ে গরম গরম এই সুস্বাদু পানীয় পরিবেশন করতে পারেন। নিজের জন্য সময় পেলে সহজে এই ডায়েট কফি বানিয়ে নিতে পারেন।