রামকৃষ্ণ পাল,ঝাড়গ্রামঃ ঝাড়গ্রাম জেলায় এই প্রথমবার শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের অনুপ্রেরণা পেয়ে ঝাড়গ্রামের মহিলারা এক হাটের আয়োজন করেছে। যার নাম ঝাড়গ্রাম অরন্য শহরে 'লালমাটির হাট'। এই হাটে বিভিন্ন জায়গা থেকে মহিলারা এসে সামিল হয়েছেন। এই হাট বসানোর প্রস্তাবকে সামনে রেখে স্বনির্ভর গোষ্ঠীর প্রায় 30 থেকে 40 জন মহিলা এক দীর্ঘ পদযাত্রাতে সামিল হয়েছিলেন। আজ এই র্যালিতে আগত সকল স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এক নতুন দিশার কথা তুলে ধরেন। এদের মধ্যে এই হাটের আয়োজক দেবী প্রধান বসু জানান যে 'অতীতে আমরা শান্তিনিকেতন, বাঁকুড়া, মেদিনীপুরে হাট দেখেছি, কিন্তু ঝাড়গ্রাম শহরে এই রকম কিছু কোনও দিন ছিল না। তাই তারা লালমাটির হাটের আয়োজন করেছে। এখানে মহিলারা নিজেদের হাতের তৈরি জিনিস বিক্রি করে সাবলীল হয়ে উঠবে। ঠিক অনুরুপ ভাবে আমরা আমাদের জঙ্গলমহল-এর প্রত্যন্ত এলাকার মেয়েদের এক সঠিক দিশা দেখতে পারবো এই লালমাটির হাটের মাধ্যমে'।