শুধু দাও দাও করলে হবে? বিধায়ককে ধমক মুখ্যমন্ত্রীর

author-image
Harmeet
New Update
শুধু দাও দাও করলে হবে? বিধায়ককে ধমক মুখ্যমন্ত্রীর

নিজস্ব সংবাদদাতা : মুখ্যমন্ত্রীর কাছে কলেজ চেয়ে ধমক খেলেন করণদীঘির বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ধমকের সুরে বলেন, লক্ষ্মীর ভাণ্ডার ও স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে কোটি কোটি টাকা খরচ হচ্ছে। ২ বছরের মধ্যে নতুন কোনো প্রকল্পের জন্য টাকা চাইতে বারণ করেন তিনি। নিজের উদ্যোগে মানুষের জন্য কাজ করার বার্তা দিয়েছেন তিনি। তিনি যে ম্যাজিশিয়ান নন সেকথাও বুঝিয়ে দেন। বলেন, ''তোমরা ম্যাজিশিয়ান তৈরি করো, সে তোমাদের টাকা দেবে। যতই দাও শুধু চাও। কাজের বেলায় নেই। দাও দাও করলে হবে? টাকা কোথা থেকে আসবে কোন ধারণা আছে?''