নিজস্ব সংবাদদাতাঃ মধুমেহ এমন একটা অবস্থা, যাতে শরীরে রক্তে শর্করা বা গ্লুকোজের মাত্রা বেড়ে যায়, কোনও কারণে ইনসুলিন কম সাপ্লাই হওয়ার ফলে। ইনসুলিনের ঘাটতির দুটি কারণ থাকে। টাইপ ওয়ান ডায়বেটিসের (সাধারণত অল্প বয়সে যাঁদের ডায়াবেটিস ধরা পড়ে) ক্ষেত্রে অগ্ন্যাশয়ের বিটাকোষগুলি নষ্ট হয়ে যায়। এই কোষগুলি থেকেই ইনসুলিন ক্ষরণ হয়। এর ফলে খুব অল্প বয়সেই রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়।