নিজস্ব সংবাদদাতা : কৃষি আইন প্রত্যাহারের দাবিতে রাজধানীর বুকে প্রতিবাদের সময় প্রাণ হারিয়েছেন ৪০০ জনেরও বেশি। সেই তালিকা কংগ্রেসের কাছে রয়েছে বলে দাবি করেছেন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। একইসঙ্গে সরকার কৃষক মৃত্যুর সঠিক সংখ্যা জানাতে অস্বীকার করছে বলেও অভিযোগ করেছেন। সরকার যদি আন্দোলনে নিহত কৃষকদের চিহ্নিত করতে চায় তিনি নিজে সেই কাজে সাহায্য করবেন বলেও আশ্বাস দিয়েছেন অধীর। কৃষকদের প্রতি সরকারের উদাসীনতার প্রতিবাদেই সংসদ থেকে ওয়াক আউট বলে জানিয়েছেন তিনি।