কেন্দ্রকে নয়া চিঠি লিখছে নাগাল্যান্ড সরকার

author-image
Harmeet
New Update
কেন্দ্রকে নয়া চিঠি লিখছে নাগাল্যান্ড সরকার


নিজস্ব সংবাদদাতাঃ সেনার ২১ নম্বর প্যারা স্পেশাল ফোর্সের বিরুদ্ধে ইচ্ছাকৃত গণহত্যার অভিযোগে আগেই এফআইআর দায়ের করেছিল নাগাল্যান্ড পুলিশ। তার পর ২৪ ঘণ্টাও কাটল না। এ বার কেন্দ্রকে ‘আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট’ (আফস্পা) প্রত্যাহারের দাবি জানিয়ে চিঠি দিচ্ছে বলে জানাল নাগাল্যান্ড সরকার। একই সঙ্গে রাজ্যের আদিবাসীদের প্রভাবশালী সংগঠন ‘কোনইয়াক ইউনিয়ন’ আফস্পা প্রত্যাহারের পাশাপাশি অসম রাইফেলসের জওয়ানদেরও নাগাল্যান্ডের মন জেলা থেকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে বলে জানা যাচ্ছে।