রাহুল পাসোয়ান,আসানসোলঃ গত দুর্গাপুজোর আগের থেকে বিসিসিএল-র দামাগড়িয়া খোলামুখ কয়লা খনির কয়লা উৎপাদনের কাজ বন্ধ করে দেন জমিদাতা চাষিরা। অভিযোগ যে খনি কর্তৃপক্ষ চাষীদের জমি কেটে কয়লা উত্তোলন করে নেওয়ার পরে কোনও ক্ষতিপূরণ বা সরকারি নিয়মে যে চাকরি তাও ক্ষতিগ্রস্ত চাষীরা পায়নি। তাই শেষমেশ তাঁদের দাবীকে সামনে রেখে খোলামুখ কয়লা খনির কয়লা উত্তোলনের কাজ বন্ধ করে দেন জমিদাতা চাষিরা। দীর্ঘদিন খনির উৎপাদন বন্ধ, আর তাই মঙ্গলবার অর্থাৎ আজ সকালে খনির কর্তৃপক্ষ জমিদাতা চাষিদের সাথে না আলোচনা করে খনির উত্তোলনের কাজের জন্য মেশিন ও যানবাহন খনিতে নামায়। তার ফলে জমিদাতা চাষীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। আর তার পরেই আবারও পুনরায় খনির কাজ বন্ধ করতে হয়। তবে এই বিষয়ে খনি কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি! তবে দীর্ঘদিন খনির কয়লা উৎপাদন বন্ধ থাকায় বিশাল আর্থিক ক্ষতির মুখে বিসিসিএল-র দামাগড়িয়া খোলামুখ কয়লা খনি !