নিজস্ব সংবাদদাতাঃ যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র হাতে পারিবারিক ছবি তোলার কারণে তুমুল সমালোচনার মুখে পড়েছেন এক মার্কিন কংগ্রেসম্যান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটিতে বিভিন্ন সময় বন্দুক হামলায় নিহতদের স্বজনেরা এই ছবির প্রকাশে ওই কংগ্রেসম্যানের ওপর ক্ষোভ প্রকাশ করেন।
এর আগে গত শনিবার টুইটারে পরিবারের সদস্যদের সাথে তোলা একটি ছবি টুইট করেন যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্য থেকে মার্কিন আইন পরিষদ কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য টমাস মেসি। ছবিতে মেসিসহ সাতজনের হাতেই আগ্নেয়াস্ত্র ছিলো। রিপাবলিকান দলীয় এই কংগ্রেসম্যান তার টুইট ক্যাপশনে লিখেন, ‘শুভ বড়দিন! বি.দ্র. সান্তা, দয়া করে কার্তুজ পাঠাও।’
ছবিতে মেসির হাতে একটি এম-৬০ মেশিনগান সাদৃশ আগ্নেয়াস্ত্র, তার স্ত্রীর হাতে একটি থমসন সাবমেশিনগান, একজনের হাতে একটি উজি সাবমেশিনগান ও বাকি চারজনের হাতে এআর-১৫ সেমি অটোমেটিক রাইফেল ছিলো।
যুক্তরাষ্ট্রের আইন অনুসারে এম-৬০ সহ সব ভারী মেশিনগান সামরিক বাহিনী ছাড়া বেসামরিক নাগরিকদের জন্য নিষিদ্ধ। তবে বিশেষ লাইসেন্সের মাধ্যমে ১৯৮৬ সালের আগে নির্মিত ভারী মেশিনগানের অধিকারী হতে পারেন মার্কিন নাগরিকরা।