নিজস্ব সংবাদদাতাঃ ইহুদিবাদী ইসরাইল বহু আগে থেকেই আফ্রিকার দেশগুলোর ওপর প্রভাব বিস্তারের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে আসছে। এ প্রচেষ্টার অংশ হিসেবে তারা আরব দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে এবং এর পেছনে আমেরিকার পূর্ণ সমর্থন রয়েছে। এর ফলে আফ্রিকান দেশগুলোর মধ্যে বিশেষ করে মরক্কো ও আলজেরিয়ার মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে।
আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রামাথান লা'মামের এ অঞ্চলে ইসরাইলের আধিপত্য বিস্তারের নজিরবিহীন চেষ্টার পরিণতির ব্যাপারে সবাইকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, উত্তর আফ্রিকায় ইসরাইলের অবস্থান পাকাপোক্ত করার কাজে মরক্কোর কর্মকর্তাদের সহযোগিতা সমগ্র ওই অঞ্চলকে নজিরবিহীন বিশৃঙ্খলার দিকে ঠেলে দেবে।