নিজস্ব সংবাদদাতাঃ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে ইরানের পক্ষ থেকে উত্থাপিত খসড়া প্রস্তাবগুলোকে ‘অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করেছে জার্মানি। ইরানের প্রধান পরমাণু আলোচক ও উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি-কানি সম্প্রতি ওই খসড়া প্রস্তাব উত্থাপন করার কথা ঘোষণা করেছিলেন।
এসব প্রস্তাবের ব্যাপারে এই প্রথম ইউরোপের কোনো দেশ প্রতিক্রিয়া জানাল। ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকার একতরফা বেরিয়ে যাওয়া কিংবা ইউরোপীয় দেশগুলোর প্রতিশ্রুতি পূরণ করতে না পারার বিষয়টি চেপে গিয়ে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে দেশটির পক্ষ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছে তা গ্রহণযোগ্য নয়।