দেশ ইসলাম ছেড়ে হিন্দু হলেন শিয়া ওয়াকফ বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান

author-image
Harmeet
New Update
দেশ ইসলাম ছেড়ে হিন্দু হলেন শিয়া ওয়াকফ বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান

নিজস্ব সংবাদদাতাঃ ইসলাম ধর্ম ত্যাগ করলেন উত্তরপ্রদেশের শিয়া ওয়াকফ বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ওয়াসিম রিজভি । সোমবার হিন্দু ধর্ম গ্রহণ করলেন তিনি। ইতিপূর্বে একাধিকবার ইসলাম ধর্মের বিভিন্ন পন্থা, কোরানের একাধিক ‘আয়াতের’ বিরোধিতা করেছিলেন তিনি। পালটা ওয়াসিমকে খুনের হুমকি দেওয়া হচ্ছিল। এবার ধর্মই বদলে ফেললেন তিনি।এদিন স্বামী নরসিংহনন্দ ধর্মান্তকরণের সমস্ত নিয়মকানুন সম্পন্ন করেন। গাজিয়াবাদের দাসনা দেবী মন্দিরে ধর্ম পরিবর্তনের পর রিজভির নাম হয়েছে জিতেন্দ্র নারায়ণ সিং ত্যাগী। ধর্ম বদলের পর ওয়াসিম বলেন, “প্রতি শুক্রবার আমার মাথার দাম বাড়ছে। আজ থেকে আমি ইসলাম ত্যাগ করলাম। হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করছি।”