এমন বৃষ্টি গত ৪০ বছরে দেখেনি কলকাতা

author-image
Harmeet
New Update
এমন বৃষ্টি গত ৪০ বছরে দেখেনি কলকাতা

নিজস্ব সংবাদদাতাঃ ভরা শীতের মরসুমে এমন অকাল বর্ষণ গত ৪০ বছর আগে দেখেছিল কলকাতা। মাঝের এতগুলো দিন এমন কাণ্ড কখনও ঘটেনি। অর্থাৎ ৪০ বছর পর ফের ডিসেম্বরে কলকাতায় ভারী বর্ষণ। মাঝের এই দীর্ঘ সময় কোনও ডিসেম্বরেই এমন ছবি দেখা যায়নি। কিন্তু এবার যেন সমস্ত রেকর্ডই চুরমার করছে খামখেয়ালি প্রকৃতি। ডুবেছে কলকাতা। বৃষ্টির তেজ কমলেও জল যন্ত্রণা থেকে রেহাই মেলেনি সোমবারও। ঠনঠনিয়া থেকে নিউ আলিপুর, তারাতলা, বেহালা, খিদিরপুর —যেদিকে দু’ চোখ গিয়েছে শুধুই জল আর জল। গত ১২০ বছরে গোটা ডিসেম্বর জুড়ে কলকাতায় বৃষ্টির পরিমাণ দেখলে চমকে উঠবে যে কেউ। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য বলছে ১৯৮১ সালে এরকমই এক ডিসেম্বরে মহানগরে বৃষ্টি হয়েছিল ১৪৫ মিলিমিটার। সেই রেকর্ড এখনও কেউ ছুঁতে পারেনি। এরপরই দ্বিতীয় স্থানে ২০২১-এর ডিসেম্বর। সবেমাত্র ৬ দিন গিয়েছে এই মাসের। এরই মধ্যে বৃষ্টি হয়েছে ৯০ মিলিমিটার। অর্থাৎ এমন নিম্নচাপ, দুর্যোগের ভ্রুকূটি যদি ফের দেখা যায়, তবে সে রেকর্ডও ভাঙতেই পারে।