হরি ঘোষ, রানীগঞ্জ : ৯ দফা দাবি নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে, রানীগঞ্জ টিডিবি কলেজের প্রিন্সিপালকে ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করল। বারোটা থেকে প্রায় চারটে পর্যন্ত এই বিক্ষোভ চলে।
বিক্ষোভরত ছাত্র-ছাত্রীদের দাবি, গত তিন বছর ধরে তাদের পরিচয় পত্র দেওয়া হয়নি, লাইব্রেরির জন্য কার্ড ইস্যু করা হয়নি, কলেজের ক্যান্টিন বন্ধ রয়েছে, হোস্টেল থাকলেও বন্ধ করা হয়েছে।
কলেজের প্রিন্সিপাল আশীষ কুমার দে জানান, কোনওরকম সূচনা ছাড়াই ছাত্র-ছাত্রীরা অন্যায়ভাবে তাকে ঘেরাও করে রেখেছে। সাতপুর ছাত্র ছাত্রীদের দাবি যুক্তিসঙ্গত নয়। সবেমাত্র কলেজ খুলেছে। কিছুটা সময় লাগবে সম্পূর্ণভাবে কলেজের পরিকাঠামো স্বাভাবিক হতে। তিনি জানান, আজ এই ঘেরাও কর্মসূচির পিছনে ছাত্রদের অন্যকোনও অভিসন্ধি থাকতে পারে।