হরি ঘোষ, অন্ডাল : স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বেসরকারি টেলিকম সংস্থা উখড়া পঞ্চায়েত এলাকায় ফাইবার অপটিক তার বিছানোর কাজ করছে। মাটি কেটে তাঁর নিচে ফাইবার অপটিক বিছানোর কাজ হচ্ছে। দিন সাতেক আগে সিনেমা হল মোড় ও শংকরপুর মোড়ের মাঝামাঝি জায়গায় মাটি কাটার সময় অসাবধানতার কারণে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পানীয় জলের মেন লাইন ক্ষতিগ্রস্ত হয়। এই মেন লাইন থেকেই গোটা উখড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় জল সরবরাহ হয়। পাইপের ক্ষতিগ্রস্ত অংশ থেকে জল উপচে পড়ছে রাস্তায়। এই কারণে সংশ্লিষ্ট কয়েকটি এলাকার কল গুলিতে পর্যাপ্ত জল পড়ছে না বলে অভিযোগ স্থানীয়দের। পঞ্চায়েত সদস্য শরণ সাইগল জানান জলের পাইপ ক্ষতির বিষয়টি সংশ্লিষ্ট সংস্থাকে জানানো হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত তাঁরা পাইপ মেরামতি করেনি বলে শরণ বাবু জানান। অভিযুক্ত সংস্থার সুপারভাইজার রাজু সরকারের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আজই ক্ষতিগ্রস্ত পাইপটির মেরামতির কাজ করা হবে। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিক সুব্রত রায় বলেন পাইপের ক্ষতিগ্রস্ত অংশটি আজ মেরামতি করা হবে। পাশাপাশি তিনি জানান অনুমতি না নিয়েই ওখানে মাটি খোঁড়ার কাজ হয়েছে। যে বা যারা ওখানে মাটি খোঁড়ার কাজ করছে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি ।
জলের পাইপ লাইন ফেটে বিপত্তি
New Update