বৃষ্টিতে ভেসে গেল যাতায়াতের সাঁকো

author-image
Harmeet
New Update
বৃষ্টিতে ভেসে গেল যাতায়াতের সাঁকো

দিগ্বিজয় মাহালী, চন্দ্রকোনা : জাওয়াদের জেরে টানা বৃষ্টি আর তার জেরে বেড়ে গিয়েছে চন্দ্রকোনায় কেটিয়া নদীর জলস্তর,জলের তোড়ে টেনে নিয়ে গেল যাতায়াতের বাঁশের সাঁকো,নিরুপায় হয়ে নদী পাড়ে দাঁড়িয়ে দেখল গ্রামবাসীরা, তাদের মেহনতে তৈরী করা সাঁকো ভেসে যেতে।

ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ ব্লকের মনোহরপুর ১ গ্রাম পঞ্চায়েতের বেড়াবেড়িয়া গ্রামে। ওই গ্রামে কেঠিয়া খালের উপর দিয়ে যাতায়াত ৬-৭ টি এলাকার মানুষের। বেড়াবেড়িয়া,ডিঙ্গাল, ফুলচক,হিজলি সহ ৬-৭ টি গ্রামের মানুষ যাতায়াত করতো ওই বাঁশের সাঁকো দিয়ে। এলাকার মানুষই নিজেদের যাতায়াতের সুবিধার জন্য উদ্যোগ নিয়ে ওই সাঁকো তৈরি করেছিল বলে জানা যায়। এদিন কেঠিয়া খালের জলস্তর বেড়ে গিয়ে তা ভেঙে যায় এবং জলের তোড়ে টেনে নিয়ে যায়। নিজেদের হাতে তৈরি পারাপারের ওই বাঁশের সাঁকো ভেসে যেতে তা দাঁড়িয়ে দেখতে হল গ্রামবাসীদের। এর জেরে পারাপারে চরম ভোগান্তিতে পড়তে হবে এলাকাবাসীদের।