অবৈধ টোটো শোরুম বন্ধের দাবিতে স্মারকলিপি দিল INTTUC

author-image
Harmeet
New Update
অবৈধ টোটো শোরুম বন্ধের দাবিতে স্মারকলিপি দিল INTTUC


রাহুল পাসোয়ান, পশ্চিম বর্ধমানঃ 
অবৈধ টোটো শোরুম বন্ধের দাবিতে আসানসোলের কন্যাপুরে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের অফিসে স্মারকলিপি দিলো INTTUC-এর নেতৃত্বরা। সোমবার পশ্চিম বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ তুকারাম সেভালের হাতে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে INTTUC নেতা রাজু আলুওয়ালিয়া বলেন, 'আসানসোলে ৪৬টি অবৈধ শোরুম রয়েছে। সেই শোরুম গুলোর সরকারি অনুমতি নেই। তাই এদিন টোটো চালকদের নিয়ে কন্যাপুরে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের অফিসে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে।' তাদের দাবি, 'অবিলম্বে এই সমস্ত শোরুম গুলোকে বন্ধ করতে হবে।' এই প্রসঙ্গে INTTUC নেতা রাজু আলুওয়ালিয়া এবং পশ্চিম বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ তুকারাম সেভালে কী বলেছেন শুনে নিন...