বাকি পুরভোট ৬ থেকে ৮ দফায় চায় রাজ্য, আদালতে হলফনামা কমিশনের

author-image
Harmeet
New Update
বাকি পুরভোট ৬ থেকে ৮ দফায় চায় রাজ্য, আদালতে হলফনামা কমিশনের

নিজস্ব সংবাদদাতাঃ ৬ থেকে ৮ দফায় বাকি পুরভোট চায় রাজ্য। এ নিয়ে রাজ্যের সঙ্গে আলোচনা চলছে। সোমবার কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে এমনটাই জানাল রাজ্য নির্বাচন কমিশন। এর আগে রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, এপ্রিল মাসের মধ্যেই বকেয়া পুরভোট তাঁরা সেরে ফেলতে চায়। বেশ কয়েকটি দফায় তাঁরা ভোট করতে ইচ্ছুক। সোমবার রাজ্য নির্বাচন কমিশন যে হলফনামা আদালতে পেশ করেছে, সেখানে পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে কেন এতগুলি দফাতে ভোট করাতে চাইছে তারা। মুখ্য কারণ হিসাবে তুলে ধরা হয়েছে করোনা পরিস্থিতির বিষয়টি। একই সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে আইনজীবী আদালতকে জানান, তাঁরা ইতিমধ্যেই মেয়াদ উত্তীর্ণ পুরসভাগুলির ভোট করানোর জন্য যে প্রক্রিয়া তা শুরু করে দিয়েছে। মে মাসের মধ্য সমস্ত প্রক্রিয়া শেষ হয়ে যাবে বলেও উল্লেখ করেন কমিশনের আইনজীবী। যদিও এই বক্তব্যে বিরক্তি প্রকাশ করেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। তিনি বলেন, ‘একবার বলছেন এপ্রিল, আবার বলছেন মে মাস। কাল আবার কী বলবেন?’ মঙ্গলবার ফের এই মামলার শুনানি হবে।