নিজস্ব সংবাদদাতাঃ আসলে কী ঘটেছিল নাগাল্যান্ডে? সোমবার সংসদে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানান, 'জঙ্গি তথ্য পেয়েই এই অভিযান চালায় অসম রাইফেলস। সেইসময় ওই এলাকায় একটি হাঁড়ি ঢুকে পড়ে। থামতে বললে গতি বাড়িয়ে পালাতে যায় গাড়িটি। এরপর জঙ্গি সন্দেহে ওই গাড়িটিকে লক্ষ্য করে গুলি চালায় যেনা। গাড়িতে থাকা ৮ জনের মধ্যে ৬ জনের মৃত্যু হয়। এদিকে পাল্টা সেনা চৌকিতে হামলা চালায় স্থানীয়রা। আত্মরক্ষার্থে ফের গুলি চালাতে হয় বাহিনীকে। সেই ঘটনায় ফের মৃত্যু হয় ৭ জনের।'