রুশ প্রেসিডেন্টের ভারত সফর বাকি বিশ্বকে কী বার্তা দিচ্ছে?

author-image
Harmeet
New Update
রুশ প্রেসিডেন্টের ভারত সফর বাকি বিশ্বকে কী বার্তা দিচ্ছে?

নিজস্ব সংবাদদাতাঃ ভারত আর রাশিয়ার মধ্যে সম্পর্ক সেই স্নায়ুযুদ্ধের আমল থেকে। সেই সম্পর্ক এখন আরো বেড়েছে। সব মিলিয়ে রুশ কোনো প্রেসিডেন্টের ভারত সফর সবসময়ই একটি নস্টালজিয়ার আবহ তৈরি করে। এই দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে যে সম্পর্ক রয়েছে, সেটিকে বৈশ্বিক কূটনীতিতে একটি বড় ধরনের সফলতা বলা যায়।সেই সম্পর্ককে প্রাধান্য দিয়েই দুই দেশের নেতা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সোমবার নয়াদিল্লিতে দেখা করতে যাচ্ছেন।এই বৈঠকে বিশাল অংকের প্রতিরক্ষা চুক্তি, বাণিজ্য ঘোষণা, করমর্দন আর নরেন্দ্র মোদির বিখ্যাত কোলাকুলি চোখে পড়বে। কিন্তু এর বাইরে আরো বড় কিছু চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে দুই দেশের দুই নেতাকে।

সাম্প্রতিক বছর এবং মাসগুলোতে এই দুই দেশ ভূ-রাজনৈতিক বিভিন্ন বিষয়ে নিজস্ব অবস্থান নিয়েছে। কীভাবে তারা এসব চ্যালেঞ্জ কাটিয়ে ওঠার চেষ্টা করবে, তা আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে বেশ প্রভাব ফেলবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।