ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে লাখো মানুষ

author-image
Harmeet
New Update
ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে লাখো মানুষ

নিজস্ব সংবাদদাতাঃ যুক্তরাজ্যের নাগ‌রিকত্ব হারানোর ঝুঁকিতে রয়েছেন দেশটির লাখো নাগ‌রিক। ব্রিটে‌নের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবিত নতুন বিল পাশ হলে কোনো পূর্ব নো‌টিশ ছাড়াই তারা ব্রিটিশ নাগ‌রিকত্ব হারাতে পা‌রেন বলে ব্রিটিশ গণমাধ্যম এক প্রতিবেদনে বলা হয়েছে। ওই বিল পাশ হ‌লে ব্রিটে‌নে এথ‌নিক মাইনোরিটি ক‌মিউনি‌টি থে‌কে আসা প্রতি পাঁচ জ‌নের ম‌ধ্যে দুই জন নাগ‌রিকত্ব মর্যাদা হারা‌নোর ঝুঁকিতে পড়‌বেন।

চলতি বছরের নভেম্বরের শুরুতে হালনাগাদ করা ‘কোনো ব্যক্তিকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করার সিদ্ধান্তের নোটিশ’ শিরোনামের ওই বিলে ‘যৌক্তিকভাবে বাস্তবসম্মত’ না হলে কিংবা জাতীয় নিরাপত্তা বা কূটনৈতিক সম্পর্কের স্বার্থে অথবা জনস্বার্থে সরকারকে আগে থেকে কোনো নোটিশ দেওয়া ছাড়াই এথ‌নিক মাইনোরিটি ক‌মিউনিা‌টি আসা নাগরিকের নাগরিকত্ব কেড়ে দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে।