নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুরঃ জাওয়াদের জেরে টানা বৃষ্টি হয়েছে বাংলার বিভিন্ন জায়গায়। ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে বেলা গড়ালেও জল জমে দুর্ভোগ রোগীর আত্মীয় সহ স্বাস্থ্যকর্মীদের। নিকাশি ব্যবস্থা বেহাল থাকায় একটু বৃষ্টি হলেই সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে জমে হাঁটু সমান জল। দুর্ভোগে পড়তে হয় রোগীর আত্মীয় সহ স্বাস্থ্যকর্মীদের। আর এই বৃষ্টিতে জল জমেছে হাসপাতাল চত্বরের সামনে। হাসপাতালে আসা বিভিন্ন প্রান্ত থেকে রোগীর আত্মীয়দের দীর্ঘদিনের এই অভিযোগ বেহাল নিকাশি নিয়ে। বৃষ্টি হলেই হাসপাতাল চত্বরে জমে হাঁটুসমান জল। চরম ভোগান্তিতে পড়তে হয় তাদের সাথে হাসপাতালে কর্মরত স্বাস্থ্য কর্মীদেরও। নোংরা জল পেরিয়ে পৌঁছাতে হয় হাসপাতালে। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে তৈরি নিম্নচাপের টানা বৃষ্টিতে রবিবার রাত থেকেই জল জমে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে। সোমবার সকালের পর আবহাওয়া কিছুটা পরিবর্তন হয়ে রোদের দেখা মিলেছে। কিন্তু বেলা গড়ালেও হাসপাতালের সামনে জমা জলে চরম দুর্ভোগে পড়তে হয় রোগীর পরিজন থেকে স্বাস্থ্য কর্মীদের। যদিও এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে কোনো প্রতিক্রিয়া মেলেনি।