BREAKING : ফের সাইবার হানার চেষ্টা পাকিস্তানের ! বানচাল করলো ভারত
BREAKING : পাক অধিকৃত কাশ্মীর (POK) দখলের সিদ্ধান্ত নতুন নয় ! এবার গর্জে উঠলেন অধীর
BREAKING : আজ রাতে অনেকের ঘুম উড়ে যাবে ! হঠাৎ কেন একথা বললেন মোদি ?
BREAKING : মানুষের মনে আঘাত দিয়েছেন দিলীপ ! গর্জে উঠলেন জগন্নাথ সরকার
পাক সরকার জঙ্গিদের মদত দেয়! এবার স্বীকার করে নিল বিলাওয়াল ভুট্টো
সেক্টর ফাইভে রাসায়নিক কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
বৈসরন উপত্যকায় জঙ্গি হামলার পুনর্গঠন করছে NIA! কী তথ্য সামনে আসছে জেনে নিন
প্রত্যাঘাতের জন্য কোন পথে ভারত! শাহজাহানপুরের বিমান ঘাঁটিতে নামছে একের পর এক যুদ্ধ বিমান
জঙ্গিদের প্রতি মুহূর্তের খবর দিত ১০ জন স্থানীয় বাসিন্দা! NIA-এর ব়্যাডারে কারা

জামুরিয়া শিল্পাঞ্চলের বিশিষ্ট ব্যবসায়ীর বাড়িতে দুষ্কৃতী হানা

author-image
Harmeet
New Update
জামুরিয়া শিল্পাঞ্চলের বিশিষ্ট ব্যবসায়ীর  বাড়িতে দুষ্কৃতী হানা

হরি ঘোষ, জামুড়িয়া: জামুরিয়া শিল্পাঞ্চলের বিশিষ্ট ব্যবসায়ী বিপদ মন্ডলের বাড়িতে দুষ্কৃতী হানা। ১৫ ভরি সোনার গয়না সহ বেশ কিছু রুপোর সামগ্রী চুরি হয় বলে পরিবারের দাবি। গোটা বিষয়টি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। এই ঘটনায় বিজয়নগর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। গতকাল রাতে সশস্ত্র ছয়জনের একটি দুষ্কৃতী দল ঘরের মূল দরজার তালা ভেঙ্গে বিশিষ্ট ব্যবসায়ী বিপদ মন্ডল বাড়িতে হানা দেয়। ঘরের আলমারির তালা ভেঙ্গে আলমারির ভিতরে থাকা  গয়না  হাতিয়ে নেয় দুষ্কৃতী দল। অন্যান্য জিনিসপত্র লন্ডভন্ড করে দেয় তাঁর। সেই সময় বিপদ মন্ডল ও তাঁর স্ত্রী দোতালায় ঘুমাচ্ছিলেন। প্রায় ৪৫ মিনিট ধরে লুটপাট চালানোর পর বিপদ মন্ডলের দোতালায় শোয়ার ঘরে দরজা ভাঙার চেষ্টা করলে তখন বিপদ মন্ডল চিৎকার করেন। আশেপাশের লোক ছুটে আসেন। সেই সময় দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে পরিবার সূত্রের খবর।

বিপদ মন্ডলের মেয়ে অপর্ণা গোপ জানান তাঁর বাবা-মা বাড়িতে একাই থাকেন। সুরক্ষার জন্য বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। তা সত্ত্বেও এ ধরনের ঘটনায় তাঁরা যথেষ্ট আতঙ্কে রয়েছেন। তিনি জানান দুষ্কৃতী দলের সঙ্গে আগ্নেয়াস্ত্র দেখতে পাওয়া গেছে সিসিটিভি ক্যামেরায়। গোটা বিষয়টি জামুরিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়। গতকাল এই ঘটনার খবর পাওয়ার পর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখেন। পুলিশ সূত্রে খবর,  এই ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীদের দ্রুত গ্রেফতার  করা হবে।