নিজস্ব সংবাদদাতাঃ শাস্ত্রী-র যুগ আর নেই। কোচ হিসাবে রাহুলের নামটাই সবার প্রথম মাথায় এসেছিল সৌরভের তবে রাহুল এই বিষয়ে রাজি ছিলেন না। রাহুলকে কোচ হিসেবে রাজি করানোটা কতটা চ্যালেঞ্জের ছিল সেই প্রসঙ্গে বলতে গিয়ে দাদা বলেন, " "দীর্ঘদিন থেকেই আমাদের মাথায় রাহুলের নাম ঘুরপাক খাচ্ছিল। আমি ও জয় শাহ দু'জনেই দীর্ঘদিন ধরে রাহুলের বিষয়ে আলোচনা করতাম। কিন্তু ও রাজি ছিল না। বাড়ি থেকে দূরে থাকার জন্য রাজি ছিল না। কারণ জাতীয় দলের হেড কোচ হতে হলে প্রতি বছর আট থেকে ১০ মাস বাড়ির বাইরে থাকতে হবে। ওর দুটো ছোটো সন্তান আছে। তাই একটা সময় আমরা হাল ছেড়ে দিয়েছিলাম। এনসিএ-এর দেখভাল এবং সেটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ও প্রধান হিসেবে নিযুক্ত হয়েছিল। আমরা ইন্টারভিউ নিয়েছিলাম। ওর ইন্টারভিউ, ওর আবেদন দেখে এনসিএ-এর জন্য নিযুক্ত করা হয়েছিল। সেখানে নিযুক্ত হওয়ার পরও আমরা ওকে টিম ইন্ডিয়ার হেড কোচ হওয়ার ব্যাপারে আরও জোর করতে থাকি।"