রাতভর বৃষ্টিতে মাথায় হাত চাষীদের

author-image
Harmeet
New Update
রাতভর বৃষ্টিতে মাথায় হাত চাষীদের

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : রাতভর জাওয়াদের প্রভাবে বৃষ্টি। চাষীদের পাকা ধানে মই পড়ল। অর্থাৎ পাকা ধান সব জলের তলায়। ডেবরা, সবং,পিংলা জুড়ে একরের পর একর জমিতে এই শীতে জলমগ্ন হওয়ার ছবি। যারা ধান জাল দিয়ে রেখেছিল সেই ধানেও জল,যারা মাঠে শুকনো হওয়ার জন্য ধান কেটে ছিল সেই ধানেও জল।পাশাপাশি যেই ধান কাটা হয়নি, সেই সমস্ত ধান গাছ বৃষ্টিতে জমিতেই শুয়ে পড়েছে। ফলে সেই জমিগুলিতেও জল। মাথায় হাত চাষীদের। কারণ এই জল যদি না নিকাশির মাধ্যমে বের করে দেওয়া হয় তাহলে ধানে অঙ্কুর তৈরী হয়ে যাবে। চাষীরা ধানই তুলতে পারবে না। জাওয়াদের বৃষ্টি নিয়ে যথেষ্ট চিন্তিত চাষীরা। একেই বর্ষায় এই এলাকা গুলিতে ব্যাপক ধানের ক্ষতি হয়েছে। যেটুকু বাঁচিয়ে ছিল সেটাও যেতে বসেছে। বৃষ্টি না থামলে বড় বিপদ ডেবরা, সবং,পিংলার চাষীদের।