নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েতগুলিকে ট্রেড লাইসেন্স ফি বেঁধে দিল রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। রাজ্যের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন শিল্প ও ব্যবসায়ী মহল। তবে রাজ্যের সিদ্ধান্তে বিপাকে পড়েছে পঞ্চায়েতগুলি। ট্রেড লাইসেন্স ফি যেমন খুশি নেওয়া হয় বলে অভিযোগ ছিল। ৫০০ টাকার কমে তা হত না। এমনকি কোনো রসিদ পর্যন্ত দেওয়া হত না। এবার থেকে এরকম টা আর হবে না বলেই মনে করা হচ্ছে। দোকান বা কারখানার আয়তনের ওপরে নির্ভর করবে ফি। লাইসেন্সের জন্য ওয়েবসাইটে একটি কোড থাকবে। সেই কোড থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর পাওয়া যাবে। ফি ও ডকুমেন্ট সাবমিট করলে সঙ্গে সঙ্গেই মিলবে লাইসেন্স।