নিজস্ব সংবাদদাতাঃ ঘূর্ণিঝড় জওয়াদ এখন পরিণত হয়েছে নিম্নচাপে। তবে তার প্রভাবে আজ দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে। এখনও বাংলার আকাশে রয়েছে দুর্যোগের মেঘ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপের অভিমুখ উত্তর ও উত্তর-পূর্বমুখী। এর ফলে সোমবার বাংলাদেশ লাগোয়া তিন জেলা নদিয়া, মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্য জেলাগুলিতেও। কলকাতায় আজ বিকেলের পর থেকে বৃষ্টি কমবে। কাল থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে বলেই খবর।