জওয়াদের প্রভাবের সঙ্গে অমাবস্যার কটাল

author-image
Harmeet
New Update
জওয়াদের প্রভাবের সঙ্গে অমাবস্যার কটাল

নিজস্ব সংবাদদাতাঃ দিঘা, বকখালিতে অশান্ত সমুদ্র। গোসাবা ফুলেফেঁপে উঠেছে নদী। নদী বাঁধ ভেঙে ফের জলের তলায় মৌসুনি দ্বীপ। সাগরে জলের তোড়ে উল্টে গেল নৌকা। বাংলায় ঢোকার আগে ঘূর্ণিঝড় জওয়াদ ক্রমশ দুর্বল হয়ে পড়লেও, নিম্নচাপের প্রভাবে শনিবার থেকে উপকূলবর্তী জেলাগুলিতে চলছে বৃষ্টি। সঙ্গে ভরা কটালের জেরে জলস্তর বেড়ে ওঠে হুগলি, হলদি থেকে বিদ্যাধরী নদীর। জওয়াদের প্রভাব , সঙ্গে অমাবস্যার কটাল। জোড়া ধাক্কায় কোথাও ভাঙল নদীবাঁধ। কোথাও সমুদ্র বাঁধ উপচে জল ঢুকল গ্রামে। তার ফলে দুর্ভোগ বাড়ল গোসাবা, সাগর ও মৌসুনি দ্বীপে । সতর্কতায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্ধ রাখা হয় ফেরি সার্ভিস ।