নিজস্ব সংবাদদাতাঃ বড় লিড থাকা সত্ত্বেও কেন নিউজিল্যান্ডকে ফলো অন দেয়নি ভারত? এই প্রশ্নটা ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনেও মুম্বইয়ের আকাশে শোনা গেল। বিশেষজ্ঞরা আগেই এর কারণ নিজেদের মতো ব্যাখ্যা করেছিলেন এবার সেই তালিকায় যুক্ত হল নতুন নাম। কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিক ব্যাখ্যা করলেন এর অন্যতম কারণ। টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল নিজেদের দখল আরও মজবুত করেছে। প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার ৩২৫ রানের জবাবে কিউয়িরা মাত্র ৬২ রানে অল আউট হয়ে যায়। ভারত অধিনায়ক বিরাট কোহলির কাছে নিউজিল্যান্ডকে ফলো-অন দিয়ে আবার ব্যাট করার এবং সিরিজ দখলের জন্য তাড়াতাড়ি ম্যাচ শেষ করার একটি ভালো সুযোগ ছিল। কিন্তু বিরাট ফলো অনের সিদ্ধান্ত নেন নি।