নিজস্ব সংবাদদাতাঃ দেশে ওমিক্রন আতঙ্ক ক্রমশ বাড়ছে। এখনও পর্যন্ত মোট ১২ জনের নমুনায় এই ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে। তবে এই পরিস্থিতিতেও রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা কমছে। গত পাঁচ দিন ধরে ৭০০-র কমই রয়েছে রাজ্যের দৈনিক সংক্রমণ। শনিবার সকাল ৯ টা থেকে রবিবার সকাল ৯ টার মধ্যে বাংলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৬২০। রাজ্য স্বাস্থ্য দফতরের আজকের বুলেটিন অনুযায়ী, ১০ জনের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে। শেষ ২৪ ঘণ্টায় ৪০ হাজার ২৩১ টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে। পাশাপাশি সুস্থও হয়ে উঠছেন অনেকে। সর্বশেষ বুলেটিন অনুযায়ী সুস্থ হয়েছেন ৬২৭ জন। রবিবারের বুলেটিন অনুযায়ী, পজিটিভিটি রেট ১.৫৪ শতাংশ।