যাদবপুরের সমাবর্তনে কি আবারও করোনা কাঁটা?

author-image
Harmeet
New Update
যাদবপুরের সমাবর্তনে কি আবারও করোনা কাঁটা?

নিজস্ব সংবাদদাতাঃ করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। কিন্তু, এরই মাঝে মাথা চাড়া দিয়ে উঠেছে করোনার নয়া অবতার ওমিক্রণ। ইতিমধ্যেই ভারতে প্রবেশ করেছে করোনার এই নয়া স্ট্রেন। এ নিয়ে সতর্ক সরকার। গতবছর করোনা পরিস্থিতির বাড়বাড়ন্তের কারণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান হয়নি। তবে প্রায় কুড়ি মাস পর খুলেছে স্কুল কলেজ। তাই এবছর আদৌও কি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হবে সেই বিষয়টি নিশ্চিত নয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস এ প্রসঙ্গে বলেন,' ছাত্র ছাত্রীদের সঙ্গে কথা বলার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।' সাধারণত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হয়ে থাকে ২৪ ডিসেম্বর। অর্থাৎ চলতি মাসেই সমাবর্তন অনুষ্ঠান। তবে যেহেতু এই অনুষ্ঠানের জন্য এখনও সময় রয়েছে তাই তাঁর আগেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ।