‘বলিউডে ট্যালেন্ট নয়, পদবী বেশি গুরুত্বপূর্ণ’, বিস্ফোরক বিবেক ওবেরয়

author-image
Harmeet
New Update
‘বলিউডে ট্যালেন্ট নয়, পদবী বেশি গুরুত্বপূর্ণ’, বিস্ফোরক বিবেক ওবেরয়

নিজস্ব সংবাদদাতাঃ ওয়েব এখন কাজের নতুন মাধ্যম। কিন্তু সেখানেও নাকি ইন্ডাস্ট্রির নানা রকম অঙ্ক থাকে। বিবেক মনে করেন, এতদিনের কেরিয়ারে তিনি হয়ত কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু তা নিয়ে তাঁর কোনও আফসোস নেই।
বিবেক মনে করেন, যে কোনও ইন্ডাস্ট্রিকে চালু রাখতে, চালিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন আইডিয়ার প্রয়োজন হয়। নতুনদের সেই জায়গাটা ছেড়ে দিতে হয়। বিবেক বলিউড প্ল্যাটফর্ম সম্পর্কে বলেন, “এখানে বলা হয়, ‘শোনো এটা এক্সক্লুসিভ ক্লাব। তোমার যদি নির্দিষ্ট পদবী না থাকে, নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ না থাকে, তা হলে তুমি এই ক্লাবে আসতে পারবে না।’ আমার জন্য এটা দুর্ভাগ্যের। কিন্তু আমার ভাল লাগে ওটিটি সেই নার্সারির কাজটা করছে যেখানে নতুন ট্যালেন্টদের আবিষ্কার করা হচ্ছে, জায়গা দেওয়া হচ্ছে।”