নিজস্ব সংবাদদাতাঃ বিগ ব্যাশ লিগে এর থেকে ভালো শুরু আর কীভাবেই বা করতে পারত সিডনি সিক্সার্স! টুর্নামেন্টের ইতিহাসে নিজেদের সর্বোচ্চ দলগত ইনিংস দিয়ে নতুন মরশুমের যাত্রা শুরু করল তাঁরা। যদিও উদ্বোধনী ম্যাচে এক তরফাভাবে হারতে হল মেলবোর্ন স্টার্সকে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে সিক্সার্স। তাঁরা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২১৩ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ম্যাক্সওয়েলের নেতৃত্বাধীন মেলবোর্ন ১১.১ ওভারে মাত্র ৬১ রানে অল-আউট হয়ে যায়। ১৫২ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে নেয় সিডনি। বিগ ব্যাশ লিগের ইতিহাসে এখনও পর্যন্ত এটিই সবথেকে বড় ব্যাবধানে ম্যাচ জয়ের রেকর্ড।