নিজস্ব সংবাদদাতাঃ ঘূর্ণিঝড় জাওয়াদ আছড়ে পড়বে না বাংলায়। এ ব্যাপারে জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। কিন্তু সোমবারও বৃষ্টি হতে পারে কলকাতা সহ বাংলার বিভিন্ন প্রান্তে। আর বৃষ্টি মানেই কলকাতা মহানগরীতে জল জমার যন্ত্রণা। প্রশ্ন উঠছে তবে কি সপ্তাহের প্রথম দিনই ভাসবে কলকাতা মহানগরী? কলকাতার এই জমা জল পেরিয়েই কি কর্মস্থলে যেতে হবে বঙ্গবাসীকে? তবে এনিয়ে রবিবার কিছুটা হলেও স্বস্তির কথা শুনিয়েছেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। মহানগরীতে জল জমার যন্ত্রণা কমাতে এবার আগাম নির্দেশ দিলেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। সমস্ত পাম্পিং স্টেশনকে হাই অ্যালার্ট থাকতে বলা হয়েছে। রাস্তায় নর্দমার মুখে যাতে আবর্জনা না জমে সেটা দেখার জন্য বলা হয়েছে।