নিজস্ব সংবাদদাতা : মৎস্যজীবীদের জন্য সুখবর। তাদের জন্য ক্রেডিট কার্ড চালু করার কথা ভাবছে রাজ্য সরকার। ১ জানুয়ারি থেকে শুরু হবে দুয়ারে সরকার কর্মসূচি। তার সঙ্গে অন্তর্ভুক্তিকরণ ঘটতে চলেছে এই ক্রেডিট কার্ডের। ইতিমধ্যেই রাজ্যের মৎস্য দফতর একটি নির্দেশিকা জারি করেছে। ১৮ ডিসেম্বরের মধ্যে প্রতি জেলার মৎস্য আধিকারিকদের একটি তালিকা তৈরি করতে বলা হয়েছে। এলাকা বিশেষে গ্রাম পঞ্চায়েত গুলিতে কতজন করে মৎস্যজীবী রয়েছেন তা জানতে বলা হয়েছে। নবান্নর তরফে জানানো হয়েছে, ক্রেডিট কার্ডে দুই থেকে আড়াই লক্ষ টাকা ঋণ পাবেন মৎস্যজীবীরা।