নিজস্ব সংবাদদাতা : পাচারকারীদের কবল থেকে বিরল প্রজাতির পায়রা উদ্ধার করল বিএসএফ। ৪ ডিসেম্বর মধ্যরাতে ৮ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের তৎপরতায় নদীয়া থেকে উদ্ধার করা হয়েছে পায়রাগুলিকে। তবে ঘন অন্ধকার ও ঝোপঝাড়ের সুযোগ নিয়ে পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই বিশেষ প্রজাতির পায়রাগুলিকে চোরাকারবারিরা বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আসছিল। উদ্ধার হওয়া পায়রাগুলিকে রানাঘাট বন দফতরের কাছে হস্তান্তর করা হয়েছে।
দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক জানান যে সীমান্তে বিরল প্রজাতির পাখির চোরাচালান রোধে সীমান্ত নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, আমরা কোনো অবস্থাতেই আমাদের এলাকা থেকে চোরাচালান হতে দেব না।